ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুভেন্টাসের বর্ষসেরা রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

সিরি আ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতছাড়া হয়ে যাবার পর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তিনি এই ক্লাবে দুই বছর ধরে পারফর্ম করে যাচ্ছেন। 

জুভেন্টাস ২০১৯-২০ মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন পর্তুগিজ তারকা।

এই মৌসুমেও সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। এই শিরোপা জয়ের পেছনে রয়েছে রোনালদোর ৩১ গোল। সব প্রতিযোগিতা মিলে এ মৌসুমে মোট ৩৭ গোল করেছেন ৩৫ বছর বয়সী সি আর সেভেন। ক্লাবের ইতিহাসে গড়েছেন এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।

তবে লিগে সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি রোনালদো। চিরো ইমমোবিলে ৩৬ গোল করে হয়েছেন সেরা, আর রোনালদো ৩১ গোলে দ্বিতীয়। 

যদিও এবার সিরি আ’র সেরা হতে পারেননি রোনালদো। যেটি জিতেছেন তারই ক্লাব সতীর্থ পাউলো দিবালা। গত মৌসুমে এই পুরস্কার রোনালদোই জিতেছিলেন।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি