ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স লিগে রাতে বার্সার প্রতিপক্ষ বায়ার্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ১৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

রোনাল্ডোর দেশ পর্তুগালে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আকর্ষণের কেন্দ্রে লিওনেল মেসি-রবার্ট লেওয়ানডস্কির দ্বৈরথ। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনালে লিসবনে আজ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সিঙ্গেল লেগের কোয়ার্টার ফাইনালে যে জিতবে সে সেমি ফাইনালের টিকিট কনফার্ম করবে। 

এর আগে লা লিগা জিততে ব্যর্থ হয়েছে মেসির বার্সা। তবে বুন্দেসলিগায় চ্যাম্পিয়সন হয়েছে বায়ার্ন মিউনিখ। বার্সা-বায়ার্ন ডুয়ালের পাশাপাশি আজ রাতে মেসি-লেওয়ানডস্কি ডুয়াল দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। একজন লা লিগার সর্বোচ্চ গোলদাতা তো অন্যজন বুন্দেসলিগার টপ স্কোরার।

জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউজ তো বলেই দিয়েছেন বার্সেলোনার পক্ষে বায়ার্নকে হারানো সম্ভব নয়। শুধু তাই নয় মেসির চেয়ে তিনি লেওয়ানডস্কিকেই এগিয়ে রেখেছেন। তবে প্রাক্তন বায়ার্ন তারকা বর্তমানে বার্সেলোনায় খেলা আর্তুরো ভিদাল অবশ্য হুঙ্কার দিয়ে রেখেছেন। 

এদিকে, ইউরোপীয় প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১০ বারের সাক্ষাতে ছয় বারই জিতেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে মাত্র দুবার জিতেছে বার্সেলোনা। পরিসংখ্যানে এগিয়ে জার্মান ক্লাব দলটি।

বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে লিসবনে (পর্তুগাল)। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি। ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখা যাবে টেন-২ এবং টেন-৩ তে।

এছাড়া বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Sony LIV-এ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি