ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধোনির অবসরে সাকিবের আবেগঘন স্ট্যাটাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ১৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

হঠাৎ করেই শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের অবসরের কথা জানালেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর মধ্য দিয়ে অনেক দিনের জল্পনার অবসান ঘটালেন তিনি। তবে এই সফল ক্রিকেটারের চলে যাওয়াকে অভিবাদন জানিয়েছেন অনেকেই। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটাররাও রয়েছেন।

মহেন্দ্র সিং ধোনির একটি ছবি পোস্ট করে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘বিদায় মাহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইল শুভ কামনা।’

শনিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনি জানিয়ে দেন তাঁর অবসরের কথা। ধোনি তাঁর ভক্তদের উদ্দেশ করে লিখেছেন, ‘ক্যারিয়ার জুড়ে আমার প্রতি ভালবাসা এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারো।’

এদিকে, ধোনিকে স্যালুট জানিয়েছেন মুশফিকুর রহিম। খেলার মাঠে ধোনির সঙ্গে এক ফ্রেমে বাধা একটি ছবি পোস্ট করে টুইটারে মুশফিকুর রহিম লিখেছেন, ‘ক্রিকেটের এক কিংবদন্তি, দুর্দান্ত নেতা। দারুণ কিপার, দুর্দান্ত ফিনিশার, অসাধারণ মানুষ। আপনাকে স্যালুট, ধন্যবাদ মাহি ভাই।’

একই দিন ধোনির অবসর ঘোষণা দেয়ার কিছু সময় পর ভারতের আরেক তারকা সুরেশ রায়নাও অবসরের কথা জানান।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি