ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অনলাইন দাবা প্রতিযোগিতায় সেরা আইইউবি শিক্ষার্থী রুমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র শিক্ষার্থী রুমানা ফেরদৌস রোম সম্প্রতি অনলাইন ভিত্তিক সিরিজ দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। 

বাংলাদেশ চেস অ্যারেনা (বিসিএ) কর্তৃক আয়োজিত মোট ৪টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রুমানা সব কয়টিতেই সেরা নারী খেলোয়াড়ের খেতাব অর্জন করেন। টুর্নামেন্টগুলো ছিল- বিসিএ ফার্স্ট বুলেট অ্যারেনা, বিসিএ ৬০ ব্লিটজ অ্যারেনা, বিসিএ ২ ব্লিটজ অ্যারেনা এবং বিসিএ ৫৬ ব্লিটজ অ্যারেনা।

প্রসঙ্গত, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সংগঠন থেকে বিপুল সংখ্যক খেলোয়াড় সম্মানজনক এসব টুর্নামেন্টে নিয়মিত অংশ নিয়ে থাকেন। বাংলাদেশ চেস অ্যারেনা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দেশের সমস্ত দাবা খেলোয়াড়রা অনলাইন টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি