ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইটিভির ফেসবুক লাইভে আসছেন খালেদ মাসুদ পাইলট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

এবার একুশে টিভির ফেসবুক লাইভে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। আগামীকাল বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা থেকে ফেসবুক লাইভে থাকবেন এই ক্রিকেটার।   

অনুষ্ঠানটি দেখা যাবে একুশে টেলিভিশনের ফেসবুক পেজ- (https://www.facebook.com/Ekushey24online/) এই লিংকে।

সাংবাদিক সৌরভ ইমামের উপস্থাপনায় ‘একুশের অনলাইন সংলাপে’ ক্রিকেটের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন তিনি। করোনা কালে দেশের ক্রিকেট কোন পথে সে বিষয়েও তিনি আলাপচারিতায় মেতে উঠবেন। সঙ্গে থাকছে ক্যারিয়ারের উত্থান-পতন ও ব্যাক্তিগত জীবনের গল্প। অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে পারবেন দর্শকরাও। সেসব প্রশ্নের উত্তরও দিবেন পাইলট।

উল্লেখ্য, ডানহাতি এ ব্যাটসম্যানের টেস্ট ম্যাচ অভিষেক হয় ২০০০ সালের ১০ নভেম্বর। অপরদিকে, একদিনের আন্তর্জাতিক অভিষেক হয় ১৯৯৫ সালের ৫ এপ্রিল। তিনি বাংলাদেশের হয়ে ২০০১ সালের নভেম্বর থেকে ২০০৩ সালের জুন পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালের আইসিসি ট্রফির ফাইনালে এই মারমুখী ব্যাটসমানের ব্যাট থেকে আসা ছয় রান কেনিয়ার বিপক্ষে ম্যাচ জয়ে বিশেষ অবদান রাখে। টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ উভয় অঙ্গণে তিনি রেখেছেন তার সফলতার স্বাক্ষর।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি