ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দশ বছর পর পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ২৬ আগস্ট ২০২০

ছবি-ক্রিকইনফো

ছবি-ক্রিকইনফো

বৃষ্টির কল্যাণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ড্র করেছে পাকিস্তান। ফলে প্রথম টেস্ট জয়ের সুবাদে দশ বছর পর ১-০ তে সিরিজ জয় করলো ইংল্যান্ড। এর আগে ২০১০ সালে ৪ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা।

বৃষ্টি আশীর্বাদ হয়েই এলো পাকিস্তানের জন্য। ফলোঅনে পড়ে হারের শঙ্কায় ছিল সফরকারীরা। ৩১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৭ রান তুললে ম্যাচটি ড্র হয়। 

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৫৮৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে ২৭৩ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়েছিল পাকিস্তান। 

এদিকে, পাকিস্তানের অধিনায়ক আজহার আলীকে আউট করে টেস্ট ক্রিকেটে ৬’শ উইকেট নেয়ার রেকর্ড গড়েন জেমস এন্ডারসন। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি