ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পরিবর্তন নিয়ে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২৮ আগস্ট ২০২০

টেস্টের ব্যাথা ভুলে ঘুরে দাঁড়াতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। 

তবে, উভয় দলে থাকছে ব্যাপক পরিবর্তন। সফরকারী পাকিস্তান দলে সাদা বলের অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে টি-টোয়েন্টি দলে বেশ কয়েকটি পরিবর্তন আসছে বলে জানা গেছে। 

অপরদিকে, টেস্টের ন্যায় জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া স্বাগতিকরা। টেস্ট দলের সম্পূর্ণ বিপরীত মুখদের দেখা যাবে সীমিত পরিসরের এ ম্যাচে। ইংলিশদের নেতৃত্বে রয়েছেন ইয়ন মরগান। 

পাকিস্তান দলে রয়েছেন: অধিনায়ক বাবর আজম, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহাদাব খান, মোহাম্মাদ আমীর, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মাদ হাফিজ, মোহাম্মাদ রিজওয়ান, খুরশিদ শাহ, নাসিম শাহ, মোহাম্মাদ হাসনাইন ও হারিস রাউফ। 

ইংল্যান্ড দলে রয়েছেন: ইয়ন মরগান (অধিনায়ক), টম ব্যান্টন, জনি বায়াস্টো, ডেভিড মালান, সেম বিলিংগস, মঈন আলী, টম কারান, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, আদিল রাশিদ, সাকিব মাহমুদ, জ্যো ডেনলি ও লুইস গ্রেগোরি।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি