ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

উয়েফা নেশন্স লিগ

তিন নতুন মুখ নিয়ে ইতালির দল ঘোষণা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ২৮ আগস্ট ২০২০

উয়েফা নেশন্স লিগের দুটি ম্যাচের জন্য প্রাথমিকভাবে বড় পরিসরে দল ঘোষণা করেছেন ইতালির কোচ রবের্তো মানচিনি। ৩৭ সদস্যের দলে আছেন তিন নতুন মুখ; বাস্তোনি, মানুয়েল লোকাতেল্লি ও ফ্রান্সেসকো কাপুতো।

চোটের কারণে শেষ কয়েক ম্যাচে বাইরে থাকা অধিনায়ক জর্জো কিয়েল্লিনি প্রায় এক বছর পর দলে ফিরেছেন। প্রথমবারের মতো দেশের সিনিয়র দলে ডাক পেয়েছেন ইন্টার মিলানের ডিফেন্ডার বাস্তোনি, সাস্সুয়োলোর মিডফিল্ডার লোকাতেল্লি ও কাপুতো।

আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে যাত্রা শুরু করবে ইতালি। তিন দিন পর আমস্টারডাম অ্যারেনায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে মানচিনির দল।

ইতালি দল:
গোলরক্ষক: ক্রাগনো (কাইয়ারি), দোন্নারুম্মা (এসি মিলান), মেরেত (নাপোলি), সিরিগু (তোরিনো)।

ডিফেন্ডার: আসেরবি (লাৎসিও), বাস্তোনি (ইন্টার মিলান), বিরাঘি (ইন্টার মিলান), ক্লাওদিও বোনুচ্চি (ইউভেন্তুস), কালদারা (আতালান্তা), জর্জো কিয়েল্লিনি (ইউভেন্তুস), দামব্রোসিও (ইন্টার মিলান), দি লরেন্সো (নাপোলি), ফ্লোরেন্সি (রোমা), মানচিনি (রোমা), পেল্লেগ্রিনি (ইউভেন্তুস), স্পিনাজ্জোলা (রোমা)।

মিডফিল্ডার: বারেল্লা (ইন্টার মিলান), বোনাভেন্তুরা (ফিওরেন্তিনা), কাস্ত্রোভিল্লি (ফিওরেন্তিনা), ক্রিস্তান্তে (রোমা), জর্জিনিয়ো (চেলসি), গাগলিয়ারদিনি (ইন্টার মিলান), লোকাতেল্লি (সাস্সুয়োলো), পেল্লেগ্রিনি (রোমা), সেন্সি (ইন্টার মিলান), তোনালি (ব্রেসিয়া), জানিওলো (রোমা)।

ফরোয়ার্ড: বেলোত্তি (তোরিনো), বের্নার্দেস্কি (ইউভেন্তুস), ফ্রান্সেসকো কাপুতো (সাস্সুয়োলো), চিয়েসা (ফিওরেন্তিনা), এল শারাউই (শাংহাই শেনুয়া), চিরো ইম্মোবিলে (লাৎসিও), লরেন্সো ইনসিনিয়ে (নাপোলি), মইজে কেন (এভারটন), লাসাগনা (উদিনেজে) ও ওরসোলিনি (বোলোনিয়া)।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি