ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আজ শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ১ সেপ্টেম্বর ২০২০

টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যানচেস্টারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায়। 

সিরিজে এগিয়ে থাকা ইংলিশরা বেশ ফুরফুরে মেজাজে। দলের খেলোয়াড়রা রয়েছেন দারুণ ফর্মে। একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচটি হয়েছে দারুণ উত্তাপে। ডেভিড মালান ও অধিনায়ক এউইন মরগানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় ইংলিশরা। 

যে কারণে নিয়মিত একাদশে পরিবর্তনের আভাস নেই বলেই খবর মিলেছে। দ্বিতীয় টি-টোয়েন্টির পর সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় মরগানের দল। ডেভিড মালান, জনি বেয়ারস্টোরা জ্বলে উঠলে জয় পাওয়াটা কঠিন হবে না ইংল্যান্ডের জন্য। 

এদিকে, ব্যাটিংয়ে দুর্দান্ত পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের পর অভিজ্ঞ মোহাম্মাদ হাফিজের ফিফটিতে বড় পুঁজি পেয়েও, ম্যাচ হাত ছাড়া হওয়ায় সিরিজ বাঁচাতে শেষ ম্যাচের একাদশে একাধিক পরিবর্তনের আভাস আছে। তবে জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছে না তারা।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের মুখোমুখি হবে থ্রি লায়নরা।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি