ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচকরা। আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ।

যেখানে দলে ফেরানো হয়েছে জস বাটলার, মার্ক উড এবং জোফরা আরচারকে। তবে টি-টোয়েন্টি সিরিজেও দলে নেয়া হলো না টেস্ট অধিনায়ক জো রুট এবং জেসন রয়কে। জেসন রয় আবার সাইড স্ট্রেইনে ভুগছেন। জো রুট রয়েছেন ওয়ানডে সিরিজের দলে।

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আরচার, জনি বেয়ারেস্ট, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, জো ড্যানলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, মার্ক উড।

রিজার্ভ : লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ

ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড
ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আরচার, জনি বেয়ারেস্ট, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, জো রুট, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি