ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মেসির চলে যাওয়া লা লীগার জন্য বড় ক্ষতি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ৩ সেপ্টেম্বর ২০২০

লুকা মড্রিচ

লুকা মড্রিচ

Ekushey Television Ltd.

লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে চলে যাওয়া ‘লীগের জন্য বড় ক্ষতি’ বলে মনে করেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মড্রিচ। ক্রোয়েশিয়ান তারকা বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পরও এমনই ক্ষতি টানতে হয়েছে। তবে এখন অতীত টেনে লাভ নেই। এটি ফুটবল, এটি এমনই।’

লিওনেল মেসিকে এ পর্যন্ত ২১ বার মোকাবেলা করেছেন মড্রিচ। ২০০৮ সালের পর রোনালদো ছাড়া একমাত্র তিনিই মেসিকে হারিয়ে ব্যালন ডি’অর খেতাব লাভ করেছেন। তিনি জানেন মেসিকে হারালে পরিস্থিতিটা কেমন হতে পারে।

বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে মড্রিচ বলেন, ‘মেসি যদি চলে যায় তাহলে সেটি হবে লা লীগার মর্যাদায় বিশাল আঘাত। তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অন্য খেলোয়াড়রা তারকা হয়ে উঠবে।

গোল্ডেন বুট জয়ী এই তারকা আরও বলেন, রোনালদো যখন চলে গিয়েছিল, একই অবস্থাই হয়েছিল। তাকে ছাড়া রিয়াল মাদ্রিদের জীবন যেন যায় যায়। এখন বার্সেলোনারও একই অবস্থা। একই সঙ্গে লা লীগাও মেসিকে হারাবে।’

রোনালদো ক্লাব ছাড়ার পর রিয়াল মাদ্রিদকে দুইবার কোচ বরখাস্ত করতে হয়েছে। শেষ পর্যন্ত পুরনো কোচ এসেই পরিস্থিতি সামাল দিলেন। এখনো ওই ক্ষত পুষিয়ে উঠতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোল থেকে বিদায় নিতে হলো তাদের।

তবে, মেসির চলে যাওয়া রিয়াল মাদ্রিদকে এনে দিতে পারে স্বস্তির সূচনা। শুধু যে ফের লা লীগার শিরোপা জিততে পারবে তা নয়, স্পেনে তাদের পুরনো দিনের হারানো আধিপত্যও ফিরিয়ে দিবে। জুলাইয়ে শিরোপা জয়ের মাধ্যমে প্রথম ধাপ পার করেছে রিয়াল মাদ্রিদ। 

মাদ্রিদের এই প্লে মেকার বলেন, ‘আমাদের তারুণ্য নির্ভর দল নেই। তবে আমাদের দলটি অভিজ্ঞতায় ভরা। দলে কিছু তরুণ রয়েছে যারা ভাল করবে। দল নতুন খেলোয়াড় কিনবে কিনা জানিনা। তবে বর্তমান দলটি বেশ মান সম্পন্ন একটি দল। এটি আমরা লা লীগায় প্রমাণ করেছি। জানি আবারো আমরা এটি করতে পারব। নির্বাসনের পর আমরা আরো অনুপ্রেরণা নিয়ে ফিরেছি। কারণ ওই সময় আমরা ফুটবল মিস করেছি। ম্যাচ জয়ের মুহূর্তটি মিস করেছি।

তিনি আরও বলেন, আমরা বেশ কঠোর পরিশ্রম করেছি। আমার মতে শারীরিকভাবে লীগে আমরা সেরা দল। ওই কারণেই আমরা শিরোপা জিতেছি। এটি ছিল আমার দ্বিতীয় লা লীগার শিরোপা। আমি আরো বেশী শিরোপা জয় করতে চাই।’

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি