ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সন্ধ্যায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। আজ জিতলে সিরিজ ইংল্যান্ডের আর অস্ট্রেলিয়া জিতলে সমতায় ফিরবে তারা।

আজ সাউদাম্পটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায়।

প্রথম ম্যাচে জিতে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই জয়ে আত্মবিশ্বাসের পারদটা আরও উপড়ে উঠলো স্বাগতিকদের। ফলে দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় এউইন মরগানের দল। এদিকে শেষ ৩৬ বলে ৩৯ রান দরকার হাতে ৯ উইকেট। তারপরও ২ রানের বিস্ময়কর হারের পর ব্যাকফুটে অস্ট্রেলিয়া।

একই ভুল বারবার করতে চান না অ্যারন ফিঞ্চ। আজকের ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চান অজি অধিনায়ক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি