ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাতে লজ্জা এড়ানোর লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২০

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে এরইমধ্যে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার রাতে তাই হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চের দল। সাউদাম্পটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

টানটান উত্তেজনাময় প্রথম ম্যাচে মাত্র দুই রানে এবং অনেকটা একপেশে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয় পায় ইয়ন মরগানের দল। একইসঙ্গে সিরিজও বগলদাবা করেছে স্বাগতিক ইংল্যান্ড। টানা জয়ে আত্মবিশ্বাসের পারদটাও আরও বেড়ে গেছে স্বাগতিকদের। ফলে আজ তৃতীয় ম্যাচটিও জিতে অজিদের হোয়াটওয়াশের লজ্জায় ডুবাতে চায় ইয়ন মরগানের দল।

এদিকে, প্রথম ম্যাচে শেষ ৩৬ বলে ৩৯ রান দরকার, হাতে ৯ উইকেট। তারপরও ২ রানের বিস্ময়কর হারের পর দ্বিতীয় ম্যাচে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া।

তবে একই ভুল বারবার করতে চান না অ্যারন ফিঞ্চ। সিরিজ হারলেও আজকের ম্যাচ জিতে তাই অন্তত লজ্জা এড়াতে চান অজি অধিনায়ক।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি