ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজই মাঠে ফিরবেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১২ সেপ্টেম্বর ২০২০

করোনা নেগেটিভ হয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। আজ রোববার লিগ ওয়ানে মার্সেইর বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।

গত বৃহস্পতিবার পিএসজির মৌসুম শুরুর ম্যাচে ছিলেন না নেইমার। লেনসের বিপক্ষে ম্যাচটিতে ১-০ গোলে পরাজয়ের মাধ্যমে লিগ ওয়ান মৌসুম মিশন শুরু করেছে পিএসজি। কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ায় ম্যাচটিতে অনুপস্থিত ছিলেন নেইমারের সাথে আরো ছয়জন খেলোয়াড়।

এদিকে কোচ থমাস টাচেল আশাবাদী কোয়ারান্টাইনে থাকা অন্তত আরো কয়েকজন খেলোয়াড়কে তিনি আজ মার্সেইর বিপক্ষে ম্যাচে পাবেন। কোভিড আক্রান্ত সতীর্থদের পাশাপাশি নেইমারও সাতদিন সেল্ফ আইসোলশনে থাকার পর নেগেটিভ প্রমাণিত হয়ে কাল থেকে অনুশীলনে ফিরেছেন।

লেনসের বিপক্ষে অনুপস্থিত থাকা অন্য খেলোয়াড়রা হলেন- কিলিয়ান এমবাপ্পে, এ্যাঞ্জেল ডি মারিয়া, লিনার্দো পারেডেস, মাউরো ইকার্দি, মারকুইনহোস ও কেইলর নাভাস।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি