ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শ্রীলংকায় ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে চায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ১২ সেপ্টেম্বর ২০২০

আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে শ্রীলংকা পৌঁছে কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ জাতীয় দলের সদস্যদেরকে। এক্ষেত্রে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে সায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিত করেছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, শ্রীলংকায় পৌঁছানোর পর কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সেটিই এখন আলোচনার মূল বিষয়। সিইও জানান, কোয়ারেন্টাইন নিয়ে বাংলাদেশের ইচ্ছার বিষয়টি নিয়ে নিজ দেশের সরকারের সাথে আলোচনা করছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। সেইসঙ্গে টাইগারদের কাছ থেকে কিছু তথ্য চেয়েছিলা, তা ইতোমধ্যেই দিয়েছে বিসিবি।

নিজামউদ্দিন আজ বলেন, ‘তাদের সাথে সর্বশেষ যোগাযোগের সময় শ্রীলংকা বোর্ড জানিয়েছিল- আমাদের সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। তারপর আমরা আমরা সূচি চুড়ান্ত করতে পারব।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্টদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। তবে তারা কিছু তথ্য জানতে চেয়েছিলো। আমরা তা দিয়েছি। আমরা আশা করি, আগামী দু’দিনের মধ্যে তাদের অনুমতি পাবো।’

একইসঙ্গে তিনি বলেন, বিসিবি লংকান বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছে, তারাও সফরের জন্য নিজেদের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ‘আমাদের প্রস্তুতি বেশি দিন স্থগিত করা যাবেনা না। আমরা আমাদের ভ্রমন বুকিং, অনুশীলন এবং ঢাকায় অনুশীলনের পরিকল্পনা সাজিয়েছি। এভাবেই আমাদের কার্যক্রম চলছে।’

নিজামউদ্দিন বলেন, ‘শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ভাষ্য মতে- আমাদের সর্বোচ্চ সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। সেভাবেই আলোচনা চলছে। আমরা যদি, কোয়ারেন্টাইন সাত দিন করতে পারি, তবে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারব।’

এদিকে বাংলাদেশ জাতীয় দল যখন টেস্ট সিরিজ খেলতে লংকা সফর করবে কাকতালীয়ভাবে একই সময়ে হাই পারফরমেন্স দলেরও শ্রীলংকা এইচপি দলের বিপক্ষে সিরিজ রয়েছে। যেহেতু শ্রীলংকা বোর্ড প্রস্তুতি ম্যাচের জন্য কোন দলকে দিতে পারছে না, তাই বাংলাদেশের এইচপি দলের সঙ্গেই অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা করেছে জাতীয় দল।

তাই সফরের তৃতীয় দিনেই মাঠে নামতে চায় বিসিবি। সিইও বলেছেন, এখনো আলোচনা চলছে। একইসঙ্গে তিনি জানান, কোয়ারেন্টাইন পর্ব সাত দিনের হওয়া উচিত। তিনি বলেন, ‘এটি ১৪ দিন হবে না। আমরা সাতদিনের পক্ষে। আমরা দ্রুতই মাঠে নামার পক্ষে। এটি এখনো আলোচনায় রয়েছে।’

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি