ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিতর্কের মুখে ধোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২০

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি- ফাইল ছবি

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি- ফাইল ছবি

Ekushey Television Ltd.

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার জের ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর থেকে বাদ দেয়া হয়েছে চীনা ভিত্তিক মোবাইল কোম্পানি ভিভোকে। কিন্তু আইপিএলের ত্রয়োদশ আসর শুরুর আগের দিন বির্তকের জন্ম দিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চীন ভিত্তিক মোবাইল ফোন কোম্পানি অপ্পো’র সাথে চুক্তি করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অপ্পো’র এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে ধোনিকে। যেখানে ক্যাপশনে লেখা, ‘বি দ্য ইনফিনিট।’

একটি ভিডিও প্রকাশ করেছে অপ্পো। টুইটারে সেই ভিডিও দিয়ে তারা লিখেছে, ‘ক্রিকেট মাঠে যাকে আপনারা মিস করেন, সেই এমএস ধোনি মাঠে ফিরছেন।’ ভিভোকে সরিয়ে এবারের আইপিএলের টাইটেল স্পন্সর ভারতীয় ফ্যান্টাসি গেমভিত্তিক প্রতিষ্ঠান ড্রিম ইলেভেন। (বাসাস)

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি