ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০০ রান করেও হেরে গেল ধোনির চেন্নাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০০ রান করেও জিততে পারলো না চেন্নাই। রাজ্যস্থানের কাছে ১৬ রানে হেরেছে তারা।

শারজাহ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১১ ও ব্যক্তিগত ৬ রানে ওপেনার জয়সওয়ালকে হারায় রাজ্যস্থান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে উইকেট কিপার ব্যাটসম্যান সানজু সামসনকে নিয়ে ১২১ রাত তুলে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক স্টেভেন স্মিথ। দু’জনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। স্মিথ ৬৯ ও সামসন ৭৪ রান করেন। 

এছাড়া জোফরা আর্চার অপরাজিত ২৭ রান করলে ৭ উইকেটে ২১৬ রানের বড় স্কোর গড়ে রাজস্থান রয়েলস। জবাবে ফাফ ডু প্লেসিসের ঝড়ে হাফ সেঞ্চুরির পরও ৬ উইকেটে ২০০ রানের বেশি করতে পারেনি চেন্নাই। প্লেসিসি ৩৭ বলে ৭২ রান করেন। আর ২৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ধোনি।  

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি