ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাপুটে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়নশিপের দল লুটন টাউনের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে রেড ডেভিলরা। এই জয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে রেড ডেভিলরা। 

মঙ্গলবার রাতে তৃতীয় রাউন্ডের খেলায় লুটন টাউনকে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে বদলি হিসেবে নামা ম্যাসন গ্রিনউডের এক গোল ও এক অ্যাসিস্টে রেড ডেভিলরা ৩-০ গোলের সহজ জয় পায়। তবে লুটন প্রতিপক্ষকে ৪৩ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রাখতে সক্ষম হলেও ম্যাচের ৪৪তম মিনিটে হুয়ান মাতার পেনাল্টি থেকে ১-০ গোলে এগিয়ে যায় ওলে গানার সুলশারের দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য চেষ্টা চালাতে থাকে লুটন। টম লোকির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দিয়ে ইউনাইটেডের জাল অক্ষত রাখেন নামা গোলরক্ষক ডিন হ্যান্ডারসন।

এরপর ৮৮ মিনিটে মার্কাস রাশফোর্ড ব্যবধান দ্বিগুণ করেন। আর শেষ মুহূর্তের যোগ করা সময়ের প্রথম মিনিটে লুটনের জালে শেষ বলটি জড়িয়ে দেন গ্রিনউড। এর মধ্য দিয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় রেড ডেভিলদের।

পরের রাউন্ডে প্রিমিয়ার লিগের দল ব্রাইটন ও চ্যাম্পিয়নশিপের দল প্রেস্টনের মধ্যকার জয়ীদের বিপক্ষে খেলবে ম্যান ইউনাইটেড।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি