নান্টেসের বিপক্ষে লিলির সহজ জয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

ফ্রেঞ্চ লিগ ওয়ানে সহজ জয় পেয়েছে লিলি। নান্টেসকে ২-০ গোলে হারিয়েছে তারা।
শুরু থেকেই লিলির সাথে সমান তালে লড়তে থাকে নান্টেস। তবে প্রথমার্ধের শেষ মিনিটে নিকোলাসের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় তারা।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে নান্টেস। তবে তাদের সব আক্রমণ লিলির রক্ষণে এসে প্রতিহত হলে সমতায় ফিরতে পারেনি নান্টেস। ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে আরও এক গোল হজম করে তারা।
পেনাল্টি থেকে ইলমাজ গোল করলে লিলি ২ গোলের জয় নিশ্চিত করে।
এএইচ/এমবি