ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চাল-ডালের দোকানের আড়তদার সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চাল-ডালের আড়তের দোকানে ছোট সিন্ধুকের পাশে ছোট টেবিলের উপর খাতা। তার উপর দু’হাত রেখে কিছু লিখবেন তিনি। পাশেই আছে চাল-ডাল-বাদামের স্যাম্পল। দুই হাতের আঙ্গুলে বেশক’টি আংটি। এক হাতে রয়েছে ঘড়ি। পরনে সাদা রংয়ের ফতুয়া ও সাদা রংয়ের লুঙ্গি। দেখেই মনে হচ্ছে, চাল-ডালের দোকানের আড়তদার তিনি।

বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন চাল-ডালের পাইকারি আড়তদার।

এমনই একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাকিব। ছবিতে কোন ক্যাপশন না দিলেও তাতে রয়েছে খুশীর ইমোজি। কিন্তু বুঝার উপায় নেই, ছবিটি আসলে কিসের।

যদিও ছবির কমেন্টে ভক্তরা বলছেন, হয়তো কোন বিজ্ঞাপনের শুটিং-এ ছবি হবে। তবে এটি কি হবে, হয়তো ভবিষ্যতেই জানা যাবে।

প্রসঙ্গত, সাকিবের বর্তমান অবস্থা নিয়ে ক্রিকেটপ্রেমিরা চিন্তায় ছিলেন। কারণ আগামী মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে, আইসিসি কর্তৃক সাকিবের নিষেধাজ্ঞা। তাই ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ক্রিকেটে ফেরার জন্য বিকেএসপিএত ব্যক্তিগত অনুশীলন করছেন সাকিব। কি অনুশীলন করছেন, তা জানার কোন উপায় নেই। দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিমের অধীনে আছেন সাকিব।

অবশেষে সাকিবের এমন ছবি দেখে, স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলেছেন তার ক্রিকেটপ্রেমিরা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি