নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
প্রকাশিত : ১০:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১০:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২০

ছবি-দ্য গার্ডিয়ান
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া নারী দল।
ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমে সাচ্ছন্দে ব্যাট করতে পারেনি নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন স্যাটারথওয়েট।
এছাড়া সুজি বাটিস ২২ কাটি পারকিন্স অপরাজিত ১৫ রান করলে ১২৮ রানে থামে কিউইদের ইনিংস। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া নারী দল। রিচেল হেইন্স অপরাজিত ৪০ রান করেন। আর অলিসা হেইলির ব্যাট থেকে আসে ৩৩ রান।
এমবি//