ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজই প্রথম জয় পেতে মরিয়া হায়দরাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২০

শ্রেয়াস আইয়ার ও ডেভিড ওয়ার্নার

শ্রেয়াস আইয়ার ও ডেভিড ওয়ার্নার

Ekushey Television Ltd.

আইপিএলের ১১তম ম্যাচে আজ আবুধাবিতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ।  আইপিএলে টানা তৃতীয় ম্যাচে জয় পেতে চায় শ্রেয়াস আইয়ারের দল। অন্যদিকে এবারের আইপিএলে প্রথম জয়ের জন্য মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ।

পঞ্জাবকে প্রথম ম্যাচে সুপার ওভারে হারানোর পর শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে শ্রেয়াস আইয়ারের দিল্লি। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে পর পর দুটো ম্যাচে হেরেছে প্রতিপক্ষ হায়দরাবাদ। 

আজ দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দল। মনীশ পাণ্ডে ছাড়া সেভাবে কেউ ফর্মে নেই হায়দরাবাদের। প্রথম ম্যাচে রান পেলেও দ্বিতীয় ম্যাচে রান পাননি জনি বেয়ারস্টো। রানের মধ্যে নেই ওয়ার্নারও। আজ প্রথম একাদশে ফিরতে পারেন কেন উইলিয়ামসন। পাশাপাশি অধিনায়ক ওয়ার্নারের ব্যাটে ঝোড়ো ইনিংস চাইছে টিম হায়দরাবাদ।

অন্যদিকে দিল্লির পৃথ্বি শ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ট রয়েছেন রানের মধ্যেই। সেই সঙ্গে নর্টজে, রাবাদা বল হাতে আগুন ছোটাচ্ছেন। হায়দরাবাদকে হারাতে এরাই ভরসা দিল্লি কোচ রিকি পন্টিংয়ের।

সম্ভাব্য একাদশ-
দিল্লির ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (ক্যাপ্টেন), ঋষভ পন্ট (কিপার), শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, অক্সার প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও আভেশ খান।

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (কিপার), মনীশ পান্ডে, বিজয় শঙ্কর/ ঋদ্ধিমন সাহা, মোহাম্মদ নবী, আবদুল সামাদ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও খলিল আহমেদ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি