ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

দুর্দান্ত জয়ে শেষ আটে জোকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ৬ অক্টোবর ২০২০

প্যারিসে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এই তারকা সোমবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

পুরুষ এককের ১৫ নম্বর বাছাই রাশিয়ার কেরান খাচানোভকে ৬-৪, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নেন নেন পুরুষ টেনিসের এই শীর্ষ তারকা। এই জয়ের ফলে রেকর্ড ১৪ বার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা রাফায়েল নাদালের সঙ্গে যুক্ত হয়েছেন জোকোভিচ।

ম্যাচ শেষে ১৭টি গ্র্যান্ডস্লাম জয়ী জোকোভিচ বলেন, ‘এটা ছিল সমানে সমান লড়াই। ফল যা দেখাচ্ছে তার চেয়েও কঠিন ম্যাচ ছিল এটা।’

জোকোভিচ কোয়ার্টারে স্পেনের পাবলো কারানো বাস্তা ও জার্মানির ড্যানিয়েল আল্টামাইয়ের মধ্যকার লড়াইয়ের জয়ীর বিপক্ষে মুখোমুখি হবেন।

এদিকে, পুরুষ এককের অপর ম্যাচে গ্রিকের স্তেফানোস সিতসিপাসকে ৬-৩, ৭-৬ (১১-৯) ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছেন গ্রিগর দিমিত্রভ। এছাড়া হাঙ্গেরির মার্টন ফুকসোভিচকে ৬-৭ (৪-৭), ৭-৫, ৬-৪ ও ৭-৬ (৭-৩) গেমে হারান আন্দ্রে রুবলেভ।
এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি