ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ১১ মে ২০১৭ | আপডেট: ১২:০৬, ১১ মে ২০১৭

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হেরেও পঞ্চমবারের মতো ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ।
প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০গোলে জয় নিয়ে এগিয়ে ছিলো রিয়াল। আর দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে ফাইনালে নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমেই পিছিয়ে পরে রিয়াল। ১২ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোলটি করেন মিডফিল্ডার সাউল নিগেস। এর ৪ মিনিট পরেই গোল করে ব্যবধান বাড়ান ফ্রান্স ফরোয়ার্ড গ্রিজম্যান। আর ৪২ মিনিটে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার ইসকো ফ্রান্সিসকো। শেষ পর্যন্ত আর গোল না হলে ফিরতি পর্বের ম্যাচে নিজেদের মাঠে জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো অ্যাটলেটিকো মাদ্রিদকে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি