ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রীতি ম্যাচে জয় পেয়েছে পানামা ও বুরুন্ডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১২ অক্টোবর ২০২০

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামা ও বুরুন্ডি জয় পেয়েছে। পানামা ১-০ গোলে কোস্টা রিকাকে ও তানজানিয়াকে একই ব্যবধানে হারিয়েছে বুরুন্ডি। এদিকে দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

এস্তাদিও ন্যাসিওনাল ডি কোস্টা রিকা স্টেডিয়ামে পানামাকে আতিথ্য দেয় কোস্টা রিকা। সমান তালেই চলে খেলা। নির্ধারিত সময়ে গোল না হলে দর্শকরা যখন ম্যাচটি ড্র মনে করছিল ঠিক তখন অতিরিক্ত সময়ের ২ মিনিটে আয়ারজা গোল করে দু’দলের মধ্যে ব্যবধান গড়ে দেন।

এদিকে বুরুন্ডির বিপক্ষে ৭৮ মিনিটে মকুদেকে লাল কার্ড দেখালে বাকি সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় তানজানিয়াকে। এই সুযোগে ৮৬ মিনিটে এনটিবাজোনকিজার গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে বুরুন্ডি।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি