ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল চেন্নাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১৪ অক্টোবর ২০২০

সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল চেন্নাই সুপার কিংস। এ দিন হেরে গেলে প্লে অফের দৌড় থেকে ছিটকেই যেতে হতো ধোনিদের। মঙ্গলবার ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এলো তিন বারের চ্যাম্পিয়নরা। 

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে চেন্নাই তোলে ৬ উইকেটে ১৬৭ রান। এ বারের আইপিএলে আগের ম্যাচগুলোয় রান তাড়া করতেই দেখা গেছে চেন্নাইকে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। ওপেনিং জুটিতে পরিবর্তন এনে চমক দেয় চেন্নাই। ডু প্লেসির সঙ্গে ওপেন করতে নামেন স্যাম কারেন। শেন ওয়াটসনকে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামিয়ে আনা হয়।

এবারের টুর্নামেন্টে ব্যাটে ধারাবাহিক রাখা ডু প্লেসি এ দিন ব্যর্থ হন। সন্দীপ শর্মার বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে আউট হন দক্ষিণ আফ্রিকান এই তারকা। খাতাই খুলতে পারেননি তিনি। স্যাম কারেনকে দ্রুত রান তোলার জন্য ওপেন করতে পাঠানো হয়েছিল। নিজের কাজটা ঠিকঠাকই করছিলেন তিনি। ২১ বলে ৩১ রান করার পরে সন্দীপ শর্মার বলে বোল্ড হন কারেন।

৩৫ রানে ২ উইকেট চলে যাওয়ার পরে অম্বাতি রায়ুডু ও ওয়াটসন ৮১ রানের পার্টনারশিপ গড়েন। সেট হয়ে যাওয়ার পরে রায়ুডু ৩৪ বলে ৪১ রানে আউট হন। রায়ুডুর মতোই ফুলটস বলে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়াটসন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪২ রান। এরপর ধোনি আগের ফর্মে ধরা না দিলেও ১৩ বলে ২১ রান করেন। শেষ পর্যন্ত ১০ বলে ২৫ রান তুলে জাদেজা চেন্নাইকে নিয়ে যান ১৬৭-তে।

জয়ের লক্ষ্যে নামা ওয়ার্নারকে ৯ রানে ফেরান স্যাম কারেন। ডোয়েন ব্রাভোর ডাইরেক্ট থ্রোয়ে রান আউট হন মণীশ পাণ্ডে (৪)। বেয়ারস্টোকে (২৩) বোকা বানিয়ে বোল্ড করেন জাদেজা। কর্ণ শর্মার ডেলিভারি সোজা জাদেজার হাতে তুলে দেন প্রিয়ম গর্গ (১৬)। এরপর কেন উইলিয়ামসন হায়দরাবাদকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। দ্রুত রান তুলতে গিয়ে কিউই তারকা ব্যক্তিগত ৫৭ রানে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়লেন।
ফিল্ডিং অনুযায়ী বল করে বিজয় শঙ্করকে (১২) আউট করেন ব্রাভো। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন রশিদ খান, তিনিও ৮ বলে ১৪ রান করার পরে ফিরে যান। শেষ ওভারে জেতার জন্য হায়দরাবাদের দরকার ছিল ২২ রান। তবে এই ওভারে মাত্র ২ রান নেয় হায়দরাবাদ। ওয়ার্নারের দল থামল ১৪৭ রানে। ম্যাচসেরা হয়েছেন চেন্নাইর রবিন্দ্র জাদেজা।

এর আগে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে চাপে ছিল চেন্নাই। হায়দরাবাদকে হারিয়ে সেই চাপ অনেকটাই কাটাল তারা। ২০১০ সালেও ঠিক একই রকম পরিস্থিতিতে ছিলেন ধোনিরা। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি