ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তামিম একাদশের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১৬ অক্টোবর ২০২০

বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডেতে মেহেদী হাসানের হাফ সেঞ্চুরিতে নাজমুল একাদশকে ৪২ রানে হারিয়েছে তামিম একাদশ। তামিম একাদশের ২২১ রানের জবাবে ১৭৯ রানে থামে নাজমুল একাদশের ইনিংস।  

মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১২৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে তামিম একাদশ। নবম উইকেট জুটিতে তাইজুলকে সঙ্গি করে ৯২ রান যোগ করে সে বিপর্যয় সামাল দেন মেহেদী হাসান। ৫৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮২ রান করেন মেহেদী হাসান।

এছাড়া অধিনায়ক তামিম ইকবাল ৩৩, শাহাদাত ৩১ ও তাইজুল ইসলাম অপরাজিত ২০ রান করলে ৯ উইকেটে ২২১ রানের ফাইটিং স্কোর পায় তামিম একাদশ। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরি সত্ত্বেও ১৭৯ রানে শেষ হয় নাজমুল একাদশের ইনিংস। ১০৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০৩ রান করেন মুশি। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি