ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্যাঙ্গালুরুকে হারিয়ে পাঞ্জাবের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১৬ অক্টোবর ২০২০

বিরাট কোহলির ব্যাঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়ে আইপিএল দ্বিতীয় জয় পেলো লুকেশ রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব। 

অনেক অপেক্ষার পর আইপিএল খেলতে নামলেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। আর নেমেই দলের জয়ে রাখলেন বড় ভূমিকা। ব্যাঙ্গালুরুর দেয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ইউনিভার্স বস। ৪৫ বলে ১ চার ও ৫ ছক্কায় ৫৩ রানে গেইল আউট হলেও, অধিনায়ক লুকেশ রাহুল দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। 

রাহুল ৪৯ বলে ১ চার ও ৫ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকলে ২ উইকেটে ১৭৬ রান তোলে পাঞ্জাব। এরআগে টস জিতে ব্যাট করতে নেমে কোহলির ৪৮ রানে ভর করে ৬ উইকেটে ১৭১ রান তোলে ব্যাঙ্গালুরু। 

এমবি// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি