রিয়াল সোসিয়েদের দুর্দান্ত জয়
প্রকাশিত : ১২:১৬, ১৯ অক্টোবর ২০২০
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে রিয়াল সোসিয়েদাদ।
নিজেদের মাঠে বড় ব্যবধানে হেরেছে রিয়াল বেটিস। আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল সোসিয়েদাদ।
প্রতিপক্ষের মাঠে খেলার শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে খেলতে থাকে সোসিয়েদাদ।
ম্যাচের ৪৩ মিনিটে গোলের শুরুটা করেন অ্যাটাকিং মিডফিল্ডার পোর্টু। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মাইকেল ওয়ারজাবল। আর ৮৮ মিনিটে শেষ গোলটি আসে আদনান জানুজাজের কাছ থেকে।
এএইচ/এমবি