ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তামিমদের হারিয়ে ফাইনালে নাজমুল একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বিসিবি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নাজমুল একাদশ। শুক্রবারের ফাইনাল ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে খেলবে নাজমুল একাদশ। 

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশকে ৭ রানে (ডিএল মেথড) হারিয়েছে নাজমুল একাদশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল নাজমুল একাদশ। দলটির ইনিংস শুরুর পর বৃষ্টি হানা দেয়। ম্যাচ নেমে আসে ৪১ ওভারে।

অঘোষিত সেমিফাইনালে নাজমুল একাদশের দেয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫৬ রানেই গুটিয়ে যায় তামিমের দল। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক তামিম। এছাড়া, মিথুন ২৯ ও মাহিদুল ইসলাম করেন ২২ রান। নাজমুল একাদশের হয়ে ৪টি উইকেট নেন তাসকিন। 

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নাজমুল শান্তর দল। মাত্র ৯ রানেই ভেঙ্গে যায় উদ্বোধনী জুটি, সৌম্য সরকার আউট হন ৭ রানে আর ওপেনার পারভেজ হোসেন ইমন ১০ রানে। হাফসেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৪০ রান। সাইফউদ্দিন ৫টি, মুস্তাফিজুর ৩টি ও মেহেদী রানা নেন ২টি উইকেট।

এই জয়ের কৃতিত্ব নাজমুল একাদশের উজ্জীবিত বোলিং ও ফিল্ডিংয়ের। তাসকিন আহমেদ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।

৪ ম্যাচে ৩ জয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে নাজমুল একাদশ। সমান ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী মাহমুদউল্লাহ একাদশ। আর ৪ ম্যাচে ১ জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে বিদায় তামিমদের।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি