ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

এবার ফিফা প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৮ অক্টোবর ২০২০

নতুন দুঃসংবাদ শুনল ফুটবল বিশ্ব। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ফিফার পক্ষ প্রকাশিত বিবৃতিটিতে বলা হয়েছে, ‘৫০ বছর বয়সী ইনফ্যান্তিনোর শরীরে কিছু লক্ষণ দেখা গেছে। পরে টেস্ট করে দেখা গেছে তিনি কোভিড-১৯ পজিটিভ। নিয়ম অনুযায়ী নিজ বাড়িতে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি এবং অন্তত আরও ১০দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর সংস্পর্শে যারা এসেছেন গত কিছুদিনে, তারা যেন বিষয়টা অনুধাবনের চেষ্টা করে এবং খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ফিফা আশা করছে, খুব দ্রুত প্রেসিডেন্ট করোনা ভাইরাস থেকে সেরে উঠবেন।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি