ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

আইপিএলে কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। একাই দলের ইনিংস টেনেছেন দেবদূত পাড়িক্কাল। ১ ছক্কা ও ১২ চারে ৪৫ বলে ৭২ রানের দারুণ ইনিংস খেলেন এই ওপেনার। ২৪ বলে ৩৩ রান করেন আরেক ওপেনার জশ ফিলিপ। 

এই দুইজন ছাড়া বেঙ্গালুরুর হয়ে আর কেউ সেভাবে উইকেটে দাঁড়াতে পারেননি। জবাবে অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব প্রায় একাই সহজ জয় এনে দেন মুম্বাইকে। ৩ ছক্কা ও ১০ চারে ৪৩ বলে তাঁর ৭৯ রানের ইনিংসে ৫ উইকেটর জয় তুলে নেয় মুম্বাই। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসার পাশাপাশি প্লে অফেও এক পা দিয়ে রাখলেন মুম্বাইয়ের ক্রিকেটাররা।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি