ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বার্সেলোনার টানা দ্বিতীয় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। 

বুধবার জুভেন্টাসের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছেন মেসিরা।

খেলার প্রথমার্ধেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় কাতালান ক্লাবটি। জুভেন্টাসের মাঠে ১৪ মিনিটে দেম্বেলের গোলে ১-০ তে লিড নেয় বার্সা। গোলের ব্যবধান আরো বাড়াতে পারতো রোনাল্ড কুমানের দল। 

তবে, লিওনেল মেসি ও অতোয়ান গ্রিজম্যানদের সুযোগ নষ্টের ভিড়ে তা সম্বব হয়নি। শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া জুভেন্টাসের বিপক্ষে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে বার্সেলোনা। 

এরপর জুভেন্টাসের বিপক্ষে জয় পেতে তেমন সমস্যা হয়নি বার্সার। অধিনায়ক লিওনেল মেসির শেষের লক্ষ্যভেদে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরেছে বার্সেলোনা।

এর আগে গত সপ্তাহে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ জয় তুলে নেয় বার্সেলোনা। গ্রুপের অন্য ম্যাচে ফেরেন্সভারোসের মাঠে ২-২ ড্র করেছে কিয়েভ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি