ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ফিরবো আরও কঠিন হয়ে: সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ৩০ অক্টোবর ২০২০

এক বছরের নিষেধাজ্ঞা শেষে এখন ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে আরও কঠিন হয়ে ফিরবেন বলে ঘোষনা দিলেন সাকিব। একটি বিজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষনা দিয়েছেন সাকিব।

গতকাল নিজের ফেসবুক পেইজে একটি বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেন সাকিব। বিজ্ঞাপনে তিনি বলেছেন, ‘আমি সাকিব আল হাসান। এই ২২ গজই আমার ঠিকানা। কঠিন সময় যাচ্ছে। কিন্তু ফিরবো আরও কঠিন হয়ে। চেষ্টা করে চলেছি রাত-দিন অবিরাম, লাল-সবুজ গায়ে মাঠে ফিরতে। এ ক’দিন ১১ জনের দলে না থাকলেও আছি টাইগারদের সাথেই, সবচেয়ে বড় ফ্যান হয়ে। মনে একটাই স্লোগান- ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’। সাথে আছেন তো?’

ভিডিওর ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’ স্লোগান মেনে নিয়ে, আবারও ফিরছি ২২ গজের ঠিকানায়। এতদিন কঠিন সময়ে আমার পাশে ছিলেন বলে ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতেও সাথে থাকবেন তো?’

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি