ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রেকর্ডের দিনেই জরিমানার কবলে গেইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ৩১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

গত শুক্রবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ৫০তম ম্যাচে ৬৩ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৯৯ রানের ইনিংস খেলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। এই ইনিংসে মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার ছক্কার অনন্য এক রেকর্ড গড়েন দ্য ইউনিভার্সাল বস।

গেইলের রেকর্ড স্পর্শ করা ম্যাচটি যদিও হেরেছে পাঞ্জাব। রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরে যায় গেইলের। দলের হারেই শুধুমাত্র মন খারাপ নেই গেইলের, ম্যাচে আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ কাটা যাচ্ছে তার।

সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে রাজস্থানের ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের বলে বোল্ড হন গেইল। সেঞ্চুরি না পাওয়ার ক্ষোভে ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন তিনি। ফলে আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারার ভঙ্গ করার অভিযোগ আনা হয় গেইলের বিপক্ষে।

এমন অভিযোগ গেইল মেনে নেয়ায়, কোনও শুনানির প্রয়োজন পড়েনি। তাই তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি