ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

প্রিমিয়ার লিগে লেস্টার ও ফুলহামের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ৩ নভেম্বর ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার ও ফুলহাম জয় পেয়েছে। লেস্টার সিটি ৪-১ গোলে লিডসকে আর ফুলহাম ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রুমউইচেকে। 

এই জয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো লেস্টার সিটি। আর সমান ম্যাচে লিডস ইউনাইটেডের সংগ্রহ ১০ পয়েন্ট।

এল্যান্ড রোড স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লেস্টার সিটি। দ্বিতীয় মিনিটেই বার্নেসের গোলে এগিয়ে যায় তারা। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিলেম্যানস। ৪৮ মিনিটে ডালাসের গোলে ২-১ এ ব্যবধান কমায় লিডস।

এরপর ৭৬ মিনিটে ভারদের গোলে ৩-১ এ এগিয়ে যায় লেস্টার। আর যোগ করা সময়ে টিলেম্যানস নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি।

এদিকে দিনের অপর ম্যাচে ওয়েস্ট ব্রুমউইচেকে ২-০ গোলে হারিয়েছে ফুলহাম। 

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি