ঢাকা, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবলে মাগুরা চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ২০:২১, ১০ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মাগুরায় জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্যায়ের ফাইনালে মাগুরা জেলা নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজবাড়ি জেলা মহিলা ফুটবল দলকে ৯-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাগুরা।

বিজয়ী দলের মুন্নি ও শিপ্রা ২টি করে গোল করেন এবং মুন্নি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। 

উল্লেখ্য, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতায় মাগুরা, গোপালগঞ্জ, যশোর, ফুরিদপুর, রাজবাড়ি ও শরিয়তপুর জেলা দল অংশগ্রহণ করে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি