ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

হাসপাতাল থেকে রিহ্যাবে ম্যারাডোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১৩ নভেম্বর ২০২০

কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকায় অস্ত্রোপচার হয়েছিল এই ফুটবল তারকার। পূর্বের তুলোনায় শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর সেখান থেকে ছাড়া পেয়ে তিনি গেছেন রিহ্যাবে।

বুধবার হাসপাতাল থেকে তাঁর ছাড়া পাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন গণমাধ্যমের প্রতিনিধিরা। ছিলেন ফুটবলপ্রেমীরাও। যদিও অলিভোস ক্লিনিক থেকে অ্যাম্বুল্যান্সে করে বের হওয়ার সময় ম্যারাডোনা কোনও কথা বলেননি। 

জানা গেছে, মেয়ে জিয়ান্নিনার বাড়ির কাছে টাইগ্রে নামের জায়গায় রিহ্যাব চলবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ অধিনায়কের।

এরআগে ম্যারাডোনার চিকিৎসক লিয়োপোল্দো লুকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। যাতে দেখা গিয়েছিল মাথায় ব্যান্ডেজ করা ম্যারাডোনাকে তিনি জড়িয়ে ধরেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি