ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত মোহম্মদ সালাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ১৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহম্মদ সালাহ। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে বিপদে পড়ে গেলেন তিনি। এই মিসরীয় ফরোয়ার্ড কোভিড পজিটিভ হলেও তার মাঝে কোনও উপসর্গ নেই।

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) তার আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মিসরীয় ফুটবল ফেডারেশন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২৮ বছর বয়সী এই ফুটবলারের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং সেলফ আইসোলেশনে আছেন তিনি। তবে দলের বাকিদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

আফ্রিকা কাপ অফ নেশনসের বাছাই পর্বে টোগোর বিরুদ্ধে খেলতে গিয়েছিলেন সালাহ। তার আগে মিশরের জাতীয় দলের সব ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই মোহম্মদ সালাহ'র করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। 

করোনায় আক্রান্ত হওয়ার ফলে স্বাভাবিকভাবে জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে খেলতে পারবেন সালাহ। সেই সঙ্গে লিভারপুলের হয়েও দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

আগামী ২১ নভেম্বর প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও এর চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে খেলবে তারা। এরই মধ্যে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন লিভারপুলের বেশ কয়েকজন খেলোয়াড়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি