ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দ্বিতীয় ম্যাচে আরও বড় জয়ের প্রত্যয় অধিনায়কের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ১৬ নভেম্বর ২০২০

জামাল ভুঁইয়া

জামাল ভুঁইয়া

সফরকারী নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি আরও বেশী গুরুত্ব দিয়ে খেলার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। মুজিববর্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলকে ২-০ গোলে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক দল।

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন- ‘দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে কি ঘটেছে সেটি আমরা ভুলে যেতে চাই। নেপালের বিপক্ষে দ্বিতীয় ওই ম্যাচে জয়ের ব্যাপারে আমরা খুবই মনোযোগী।

জামাল বলেন- ‘কালকের ম্যাচে নেপাল পূর্ণ শক্তি দিয়ে আমাদের উপর আক্রমণ করবে এবং আমাদেরকে তাদের সামাল দিতে হবে।’ এক প্রশ্নের জবাবে স্বাগতিক অধিনায়ক বলেন- ম্যাচে জয় পেলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে তাই নেপালের বিপক্ষে কালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

প্রথম ম্যাচের মূল্যায়নে জামাল ভুঁইয়া বলেন- প্রথমার্ধে খুবই ভাল খেলেছে তার দল। ওই সময় আরও বেশী গোলের সুযোগ সৃস্টি হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের কিছু কিছু সময় দলীয় পারফর্মেন্স সন্তোষজনক ছিল না।

অসুস্থতার কারণে দ্বিতীয় ম্যাচে প্রধান কোচ জেমি ডে মাঠে থাকতে না পারলেও এর প্রভাব দলীয় পারফর্মেন্সে পড়বে না বলেই মন্তব্য করেন লাল সবুজ দলের এই কান্ডারি। কারণ হিসেবে তিনি বলেন, তাদের দায়িত্ব হচ্ছে কোচের নির্দেশ অনুসরণ করা।

শক্তিশালী কাতারের মুখোমুখি হওয়ার আগে প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের আরও শক্তিশালী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়োজন আছে কিনা- এর জবাবে জামাল বলেন, প্রধান কোচ ইতোমধ্যে বাফুফে কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, কাতারের বিপক্ষে তাদের মাঠে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলার আগে যেন শক্তিশালী কোনও দলের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেন, নেপাল দলে একক দক্ষতা সম্পন্ন খেলোয়াড় রয়েছে। তবে কালকের ম্যাচটি তাদের জন্যও চ্যালেঞ্জের। কাতারের বিপক্ষে ম্যাচের আগে কালকের দ্বিতীয় ম্যাচটিতেও বাংলাদেশ জয়লাভ করতে চায় বলে জানান এই সহকারী কোচ।

এদিকে আজ বিকেলে জেমি ডের দ্বিতীয় দফা করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে। ফলাফল পজিটিভ হওয়ায় কাল দলের সঙ্গে প্রধান কোচের মাঠে আসার আর কোনও সুযোগ থাকছে না। তিনি এখন রোগমুক্ত হবার প্রতি মনোযোগী হবেন বলে আশা করছেন সহকারী কোচ ওয়াটকিস। সুত্র-বাসস।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি