ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘হ্যান্ড অব গড’ নিয়ে বিবিসিকে যা বলেছিলেন ম্যারাডোনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২৬ নভেম্বর ২০২০

না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান তিনি।

ফুটবল বিশ্বে ম্যারাডোনাকে কিংবদন্তির কাতারে নিয়ে গিয়েছে ১৯৮৬ সালের বিশ্বকাপ। সে বছর আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি দেশের জন্য দ্বিতীয় ফিফা ফুটবল বিশ্বকাপ জেতেন। ১৯৭৮ সালের পর তিনিই এখন পর্যন্ত দেশটির শেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সে বছরের বিশ্বকাপ জয় যতটা গুরুত্বপূর্ণ তার থেকে কোনো অংশে কম ছিল না তার জাদুকরি খেলা। কোয়ার্টার ফাইনালে সেসময়ের রীতিমতো শত্রু দেশ ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। তাও যেনতেন ভাবে নয় বরং রীতিমতো হাত দিয়ে গোল করে। ১৯৮২ সালের ফখল্যান্ড যুদ্ধের প্রতিদ্বন্দ্বীদের ভালই ঘোল খাইয়েছিল আর্জেন্টিনা। খেলার ৫১ মিনিটে লাফিয়ে উঠে হেড করার ভঙ্গিতে হাত দিয়ে গোল করে বসেন ম্যারাডোনা। আর তখন থেকেই ‘হ্যান্ড অব গড’ উপাধি জুটে যায় ম্যারাডোনার সাথে। ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ ফুটবলের আজীবনের বিতর্ক। সেই গোল নিয়ে ২০০৬ সালে বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছিলেন ম্যারাডোনা। 

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি