ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

২৯ বছর পর কাদিজের কাছে হারলো বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ৬ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় দীর্ঘ ২৯ বছর পর কাদিজের কাছে হার মানলো বার্সেলোনা। এদিকে ১৪ বছর পর ঘরের মাঠে কাদিজ আতিথ্য দিয়েছিল বার্সেলোনাকে। সেখানে গতিময় ফুটবল খেলে স্মরণীয় এক জয় তুলে নিলো তারা।

শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে কাদিজ ২-১ গোলে হারিয়েছে কাতালানদের। সবশেষ ১৯৯১ সালে বার্সার বিপক্ষে জিতেছিল তারা। লা লিগার চলতি মৌসুমে দশম ম্যাচে এটা ছিল বার্সার চতুর্থ হার। অন্যদিকে দ্বাদশ ম্যাচে কাদিজের ছিল এটা পঞ্চম জয়।

তবে ম্যাচের ৮২ শতাংশ বল দখলে ছিল বার্সেলোনার! কাদিজের গোলপোস্টে কাতালানরা শট নিয়েছে ১০টি। কিন্তু তারপরও হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি কোম্যান বাহিনী।

ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় কাদিজ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্লিয়ার করার চেষ্টা করেন বার্সার তরুণ খেলোয়াড় অস্কার মিনগুয়েজা। বল চলে যায় একেবারে গোললাইনের সামনে। সেখানে আলতো টোকায় বল জালে জড়ান আলভারো গিমেনেজ।

বিরতির পর ৫৭ মিনিটে সমতা ফেরায় বার্সা। যদিও গোলটি আসে আত্মঘাতী খাত থেকে। জর্ডি আলবার ক্রস কাদিজের রক্ষণভাগের খেলোয়াড় পেদ্রো আলকালাকে ছুঁয়ে জাল কাঁপায়।

৬৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল করেন কাদিজের আলভারো নেগ্রেদো। এ সময় বার্সার ক্লেমেন্ট লেংলেটের ভুলে বল পেয়ে যান নেগ্রেদো। ডানদিকে বার্সার গোলরক্ষককে বোকা বানিয়ে সামনে চলে আসেন। গোলপোস্ট তখন ফাঁকা। সামনে কেবল রক্ষণভাগের একজন খেলোয়াড়। মাথা ঠাণ্ডা রেখে নেগেদ্রো বল জালে জড়াতে ভুল করেননি।

বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি কাদিজ। গোল পায়নি বার্সেলোনাও। তাতে ২-১ ব্যবধানের হার নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

১২ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থানে কাদিজ। অন্যদিকে ১০ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে সপ্তম স্থানে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি