ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ন্যু ক্যাম্পে বদলা নিতে চান রোনালদো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ৭ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

অবশেষে হতে যাচ্ছে মেসি বনাম রোনালদো দ্বৈরথ। মঙ্গলবার উয়েফা চাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি বার্সেলোনা-জুভেন্টাস। দুই দলই ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেছে। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এলএমটেন বনাম সিআর সেভেন লড়াই ঘিরে উন্মাদনার পারদ চড়ছে ন্যু ক্যাম্পে।

চ্যাম্পিয়ন্স লিগে জি-গ্রুপে এবার একই সঙ্গে রয়েছে বার্সেলোনা এবং জুভেন্টাস। তুরিনে প্রথম সাক্ষাতে অবশ্য মেসি-রোনালদোর দেখা হয়নি। তখন করোনায় আক্রান্ত ছিলেন সিআর সেভেন। ম্যাচটি ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা। গোল করেছিলেন মেসি। এবার বার্সেলোনার ঘরের মাঠে জুভেন্টাসের বদলার ম্যাচ। আপাত গুরুত্বহীন ম্যাচটা উত্তাপ ছড়াচ্ছে মেসি-রোনালদোর জন্যই।

যদিও চ্যাম্পিয়ন্স লিগের শেষ দুটি ম্যাচে মেসিকে দলে রাখেননি কোম্যান। লা লিগাতেও একেবারেই ছন্দে নেই বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে নিয়ম রক্ষার ম্যাচে কি মেসিকে নামাবেন বার্সা কোচ? এই প্রশ্ন থাকছেই। 

অন্যদিকে, দারুণ ছন্দে রয়েছেন রোনালদো। ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ৭৫০ গোলের মাইলস্টোন ছুঁয়েছেন কয়েকদিন আগেই। তবে মেসি-রোনালদো একে অপরকে সামনে দেখলে জ্বলে ওঠেন-এই প্রেক্ষিতে কোভিডকালে দুই মহাতারকার দ্বৈরথ কতটা উত্তাপ বাড়াতে পারে সেদিকেই তাকিয়ে ফুটবলমহল।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি