ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৯, ৭ ডিসেম্বর ২০২০

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ও রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন।

এদিন উদ্বোধনী খেলায় শিক্ষাবিদ আশিরউদ্দিন ফুটবল একাডেমি নীলফামারী ১-০ গোলে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ একাদশকে পরাজিত করে।

উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত নকআউট পদ্ধতির এ টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি