ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনুশীলনে ফিরেছেন রিয়ালের রামোস-কারভাহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৮ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস ও রাইট-ব্যাক দানি কারভাহাল দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে তাদের মাঠে ফেরা উজ্জিবিত করবে সতির্থদের। গত ১১ নভেম্বর থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে দলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি রামোস।

গতকাল দ্বিতীয় দিনের মতো দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন এই স্প্যানিশ ডিফেন্ডার। এদিনই অনুশীলনে ফেরেন কারভাহাল।

বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় চ্যাম্পিয়ন লিগের ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ঘরের মাঠে জার্মান দলটির মুখোমুখি হবে জিনেদিন জিদানের দল।

খুব প্রয়োজনের সময়েই মাঠে ফিরেছেন রিয়াল অধিনায়ক রামোস। কারণ, তাকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে রিয়াল।

শাখতার দোনেৎস্কের বিপক্ষে ফিরতি পর্বেও হেরে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার পথ কঠিন হয়ে গেছে রিয়ালের জন্য। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মনশেনগ্লাডবাখ। ৫ পয়েন্ট নিয়ে চারে আছে ইন্টার মিলান। প্রতিটি দলেরই সুযোগ আছে পরের রাউন্ডে ওঠার, শঙ্কা আছে ছিটকে যাওয়ার।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি