ঢাকা, সোমবার   ১১ নভেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত জাতীয় দলের অধিনায়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১৩ ডিসেম্বর ২০২০

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে দলের সবাই দেশে আসলেও ফেরেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ব্যক্তিগত কারণে কাতারেই থেকে যান তিনি। এখন সেখানেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে সূত্রে জানা গেছে। 

এই মিডফিল্ডার বর্তমানে দোহায় অবস্থিত কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। 

এদিকে, আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে ইন্ডিয়ান লিগ (আই-লিগ)। সেখানে কলকাতা মোহামেডানের হয়ে খেলার জন্য নভেম্বরে চুক্তি করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। গত বৃহস্পতিবার নতুন দলে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় এখন জামাল ভূঁইয়ার কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। 

এদিকে জামাল ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কলকাতা মোহামেডান তার জায়গায় এশিয়ান কোটায় অন্য ফুটবলার খুঁজছে। স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে একথা বলেছেন কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি