ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আনফিট’ তামিম, শুরুতেই বিপর্যয়ে ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১৪ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৩:৪০, ১৪ ডিসেম্বর ২০২০

৪৩ রান করে ফিরে যাচ্ছেন মুশফিক।

৪৩ রান করে ফিরে যাচ্ছেন মুশফিক।

Ekushey Television Ltd.

গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলেও ফরচুন বরিশালের বিরুদ্ধেই আজ এলিমিনেটরে জিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার বিষয়ে আত্মবিশ্বাসী বেক্সিমকো ঢাকা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল।

ফলে আগে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে মুশফিকের দল। দলীয় মাত্র ৬ রানেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম শেখকে হারিয়ে বসে ঢাকা। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি, মাত্র ২২ রানেই প্রথম তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরায় তাসকিন-মিরাজ-শুভরা।

এদিন একাদশে কোনও পরিবর্তন না এনেই মাঠে নামছে উভয় দল। ৬০-৬৫ ভাগ ম্যাচ ফিটনেস ছাড়াই ঢাকার বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টসের সময় ফিটনেসের কথা নিশ্চিত করেছেন তামিম নিজেই।

ঢাকার বিপক্ষে ডাবল রাউন্ড পদ্ধতির শেষ ম্যাচে খেলার সময় অসুস্থ হয়ে পড়েন ওয়ানডে অধিনায়ক। আউট হওয়ার কিছুক্ষণ পর তাই ফিল্ডিং না করেই ফিরে যান টিম হোটেলে। যার ফলে শঙ্কা জাগে এলিমিনিটেরে তার খেলা নিয়ে। তবে সব শঙ্কা দূর করে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই খেলছেন তামিম। রোববার রাতে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল লাভের পর আজ দুপুরের এ ম্যাচেই মাঠে নামেন তিনি।

শরীরে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ায় দলটির নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। দলের নেতৃত্ব দিয়েছেন মিরাজ। বরিশালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘শেষ ম্যাচ জয়ের পর আমরা এখন নিজেদের সম্ভাবনার বিষয়ে আত্মবিশ্বাসী। ’

ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন আজ সাংবাদিকদের বলেন, ‘ম্যাচটি যেহেতু আবারও বরিশালের বিপক্ষে তাই এটা আমাদের পরিকল্পনা সাজাতে সহজ হবে। তাদের বিপক্ষে শেষ ম্যাচে আমরা কিছু ভুল করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী মাচে আমরা আদের ভুলগুলো শোধরাতে পারব।’

এদিকে, এলিমিনেটরে পরাজিত হওয়া দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম কোয়ালিফাইয়ার। এলিমিনেটরে বিজয়ী দল প্রথম কোয়ালিফাইয়ারে পরাজিত দলের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে।

বেক্সিমকো ঢাকা একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলি রাব্বি, আল-আমিন জুনিয়র, আকবর আলি, মুক্তার আলি, রবিউল ইসলাম রবি, রুবেল হোসাইন, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।

ফরচুন বরিশাল একাদশ: সাইফ হাসান, তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসাইন, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ ও সুমন খান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি