ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে ফাইনালে থাকছেন না সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ১৫ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দেখতে দেখতে শেষ হয়ে এলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট। লিগ পর্ব শেষে আজ নির্ধারণ হয়ে গেল ফাইনালের দুই প্রতিযোগীও। শিরোপার লড়াইয়ে নামার আগে ইতোমধ্যেই নিজেদেরকে প্রমাণ করেছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

তবে বহুকাঙ্ক্ষিত এই ফাইনাল ম্যাচটি খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউণ্ডার তথা জেমকন খুলনার তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। কারণ তার শ্বশুর উম্মে আহমেদ শিশিরের বাবা গুরুতর অসুস্থ।

তাই অসুস্থ শ্বশুরের পাশে থাকতে আজই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব। ফলে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে মাঠে দেখা যাবে না সাকিবকে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ শেষে শ্বশুরের অসুস্থতার কথা জানতে পারেন সাকিব। এরপরই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবার সিদ্ধান্ত নেন তিনি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল। তিনি জানান, ‘গতকাল (১৪ ডিসেম্বর) রাতে সাকিব টিম হোটেল ছেড়ে দিয়েছেন। তার শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হয়। জেমকন খুলনার কাছে পরিবারই সবার আগে। পরিবারের কাছে সাকিবের ফিরে যাওয়াটাই প্রাধান্য দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সে আজই আমেরিকা যাচ্ছে।’

আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। ৯ ম্যাচ খেলে ১১০ রান ও ৬টি উইকেট নিয়েছেন তিনি।

এদিকে, সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফাইয়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে সাকিবের জেমকন খুলনা। ব্যাট হাতে ৫১ বলে ৮০ রান করেন জহিরুল ইসলাম। পরে বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে খুলনার ফাইনাল নিশ্চিত করেন দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি