ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রীতি ম্যাচে সাংবাদিকদের হারালো পুলিশ দল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৬, ১৯ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৮:৫৯, ১৯ ডিসেম্বর ২০২০

বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।

বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।

নোয়াখালীতে স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে বিজয় দিবস উপলক্ষ্যে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর এ খেলায় নোয়াখালী জেলা পুলিশ দল ৩-১ গোলে জেলায় কর্মরত সাংবাদিক দলকে পরাজিত করেছে।

খেলা শেষে প্রধান অতিথি পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন। এ সময় দুই দলের খোলোয়াড় ও কর্মকর্তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে স্মারক পুরস্কার প্রদান করা হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খীসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) খালেদ বীন ওয়ালিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি