ঢাকা, শনিবার   ০৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাশরাফিকে ছাড়াই দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে প্রাথমিক ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি গত মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই দল গঠন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আজ সোমবার সকালে দল ঘোষনার সময় নান্নু বলেন, ‘২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে দল সাজানো হচ্ছে। এ বিষয় নিয়ে আমরা মাশরাফির সাথে কথা বলেছি এবং এটি নিয়ে তার কোন আপত্তি নেই।’ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন ৩৭ বছর বয়সী মাশরাফি।

এ দিকে নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ম্যাচের জন্য আবারো জাতীয় দলে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও দলে ফিরেছেন তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী। 

২৪ জনের ওয়ানডে দলে নতুন মুখ চারজন- পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। ২০ জনের টেস্ট স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন ইয়াসির আলি ও হাসান মাহমুদ। তবে টেস্ট স্কোয়াডে এবারও জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের।

বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক দল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, ইয়াসির আলি, নাঈম শেখ ও রুবেল হোসেন।

বাংলাদেশের টেস্ট প্রাথমিক দল : মোমিনুল হক, তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটর কুমার দাশ, মিথুন আলী, ইয়াসির আলী, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ চৌধুরী, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি